সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বোদায় বাদামের দাম ভাল পাওয়ায় খুশি চাষীরা 

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি 

বোদায় বাদামের দাম ভাল পাওয়ায় খুশি চাষীরা 

পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে বাদামের দাম ভাল পাওয়ায় চাষীদের মুখে হাসির ঝিলিক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এই উপজেলায় বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে একটু বেশি জমিতে বাদাম এর চাষ হয়েছে। 

উপজেলা ঘুরে ও বাদাম চাষীদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের কম বেশি সব জায়গায় বাদামের চাষ হয়েছে। কৃষকরা জানিয়েছে চলতি মৌসুমে প্রচন্ড খড়ার কারণে বাদামের ফলন একটু কম হয়েছে। বাদামের ফলন কম হলেও বর্তমান বাজারে বাদামের দাম ভাল থাকায় কৃষকরা আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। 

বর্তমানে উপজেলার হাট বাজারগুলোতে একশত হতে একশত বিশ টাকা কেজি দরে বাদাম বিক্রি হচ্ছে। প্রতি মণ বাদাম চার হাজার হতে চার হাজার দুইশ টাকা দরে বিক্রি হচ্ছে। 

বোদা সদর ইউনিয়নের নয়াদিঘী গ্রামের বাদাম চাষী নুর নবী ও বেংহারী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর ছেতনাইপাড়া গ্রামের বাদাম চাষী ওসমান গণির জানান, তারা প্রতিবছর কমবেশি বাদাম চাষ করে থাকেন। 

গত মৌসুমের সময় (গতবছর) বাদামের বাজার মূল্য ছিল দুই হাজার হতে দুই হাজার পাঁচশ টাকা। কিন্তু চলতি মৌসুমের শুরুতে বাদামের মূল্য চার হাজার হতে চার হাজার তিনশ টাকা। এভাবে বাদামের মূল্য পেলে বাদাম চাষীরা লাভবান হবে। তাহলে এ উপজেলায় কৃষকরা বাদাম চাষের দিকে ঝুঁকে পড়বেন।

টিএইচ